মন্ত্রীর মাথা মালিশ!! =============
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৯ জানুয়ারি, ২০১৫, ০২:৫৩:৫১ দুপুর
ছকিনার একটা সুঁই কেনা প্রয়োজন, লাগবে দুই টাকা। বউ বায়না ধরেছে ৪ টাকার একটা প্রাণ তেঁতুলের জন্য, স্বামী হাতে আছে পাঁচ টাকার নোট, দোকানির প্রয়োজন এক টাকা। ৭ টাকায় চা খাবেন? ৫ টাকা দিলেন, দুই টাকা কই? ১০ টাকার নোট দিলেন, দোকানি পড়েছে বিপাকে, তার কাছে ১ টাকা আর ২ টাকা নাই। চাউল কিনবেন? ৩৭ টাকায়! তিন টাকা কই? তিন টাকার জন্য এক টাকা দুই টাকার নোট লাগে। ১২ টাকায় আলু ১৭ টাকা সিম কিনবেন? খুচরা ১ টাকা ২ টাকা নাই। ক্রেতার কাছে নাই বিক্রেতার কাছেও নাই, দেশেও নাই। সরকার ১ টাকা ও ২ টাকার নোট বন্ধ করে দিয়েছে। জনগন পড়েছে বিপদে বিপাকে। এখন কি করা যায়! কি করা যায়!! অর্থমন্ত্রীর টাক মাথা মালিশ করা যায়, শালা গর্ধব অর্থের মন্ত্রী হইছ অথচ হিসাব জান না। যেন মালিশে মগজ ঠিক হয়।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন